এক গার্মেন্টস শ্রমীক এর করুন কাহিনী...

গীতি কবিতা
কথা ও সুর-জাকির আবদার

এক গার্মেন্টস শ্রমীক এর করুন কাহিনী
দু'কানে বাজে, আজো,
ভুলতে পারিনী-

নাম তার ছিল শ্রী লক্ষ্মী রানী।
অলক্ষী ছাড়া তবু কেউ ডাকেনী ।।

জন্মের পূর্বে সে ,বাবাকে হারায়!
মা তারে ফেলে আছে লুকিয়ে কোথায়?
দ্বারে দ্বারে ঘুরে মা'র দেখা মেলেনী।

বৃষ্টি ঝরা এক ঝড়ের রাতে
সম্ভ্রম হারালো;বখাটের হাতে
আর্তনাদ শুনে কেউ ছুটে আসেনী।।

অসতী বলে এই সমাজ তারে-
লাঞ্চনার তীর ছুড়ে বুকেতে মারে।
মরতে গিয়ে; আজো মরতে পারিনী।
Previous
Next Post »