শান্তু মামার গপ্প-পর্ব-২



                                                        শান্তু মামার গপ্প’=পর্ব-
Image result for picturehttps://www.blogger.com/blogger.g?blogID=2360169070258099266#allposts


                                                                                         

শান্তু মামা এক রাতে রেডিও অন করে বসে আছেন নাটিকা শোনার জন্য প্রতি সপ্তাহের সোমবার রাত ১০টার পর খুলনা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় আঞ্চলিক নাটিকার সংলাপ


  কিন্তু আজ বিলম্ব হচ্ছে  শান্তু মামার চোখে ঘুম আসছে না তাই জেগে থেকে অপেক্ষা করছেনএকটি মিষ্টি কন্ঠে এই মাত্র শোনা গেল ;আজকের নাটিকার প্রধান চরিত্র -চোখে আংগুল দাদামিত্যু বরণ করায় আমরা মর্মাহত   সংবাদ প্রচারে খুলনা বেতার কেন্দ্র

তো শান্তু মামা ভাবলেন,জেগে থেকে আর কি হবে?ঘুমাতে যাই রেডিও অফ করতে যাবেন এমন সময় আবারও সেই মেয়ে কন্ঠে শোনা গেল;
কিছুক্ষণ পূর্বে প্রাচারিত সংবাদটি ভুল ছিল চোখে আংগুল দাদা মারা যাননি,উনি স্বর্গে ভগবানের সাথে দেখা করতে গেছেন  
শান্তু মামা
অবাক হয়ে গেলেন কি আবল-তাবল সংবাদ প্রচার করছে ওদের মাথা নষ্ট হয়ে গেছে; নাকি আমার?ধৈর্য্যহারা হলে চলবেনা , শুনতে হবে এরপর আবার কি বলে

সংলাপ শুরু হলঃ 
 
চোখে আংগুল দাদাঃ                     কেউ আছেন নাকি ভিতরে……।।
স্বর্গের      দারোয়ানঃ                     হ্যা আছি কিন্তু আপনি কে?
চোখে আংগুল দাদাঃ                    আমি চোখে আংগুল দাদা
স্বর্গের      দারোয়ানঃ                     মানে কি ?
চোখে আংগুল দাদাঃ                    আরে ভাই আমার নাম চোখে আংগুল দাদা
স্বর্গের দারোয়ানঃ                         কি চাই ?


চোখে আংগুল দাদাঃ                    স্বর্গে প্রবেশ করতে চাইভগবানের কিছু ভুল ধরিয়ে দিতে এসেছি
স্বর্গের দারোয়ানঃ                         আপনি অপেক্ষা করেন।আমি ভগবানের সাথে কথা বলে আসছি।

(কিছু সময়ের জন্য স্তব্দ হয়ে রইল সব কিছু)

ভগবানঃ                                   যাও !ওকে ভিতরে নিয়ে এসো ।
স্বর্গের দারোয়ানঃ                       চলে আসুন ,ভগবান আপনার সাথে কথা বলতে সম্মত হয়েছেন ।
ভগবানঃ                                  বল; চোখে আংগুল দাদা ,আমার কি ভুল তুমি ধরিয়ে দিতে এসেছো?
চোখে আংগুল দাদাঃ                 আপনারতো অনেক অনেক ভুল আছে ,তার মধ্যে একটি হল মানুষের নাক। 
যেইটা                                                  আপনি ভুল স্থানে সেটিং করেছেন। যার ফলে দূর্গন্ধ সরাসরি নাকে এসে লাগে ।
ভগবানঃ                        তবে তুমিই বল,নাক কোথায় হলে ভাল হতো ?
চোখে আংগুল দাদাঃ               (একটু মাথা চুলকিয়ে)বোগলে সেটিং করলে পারতেনতাহলে গন্ধ আসার সাথে সাথে বোগল চেপে ধরে দূর্গন্ধকে প্রতিহত করা যেত

ভগবানঃ                               আচ্ছা তবে তাই হউকতোমার নাক বোগলেই সেটিং করে দিলামএখন তুমি তোমার বাড়িতে চলে যাও
 
 স্বর্গের দারোয়ানঃ                       চলুন আপনাকে বাইরে পৌছে দিয়ে আসি
বিশেষ দূত                        চলুন চোখে আঙ্গুল দাদা,আপনাকে পৃতিবীতে রেখে আসি
চোখে আংগুল দাদাঃ                আমাকে এই প্রখর রোদের মধ্যে ছেড়ে দিচ্ছ কেন?
বিশেষ দূত                        ভগবানের  নির্দেশ;আপনাকে এখানেই নামিয়ে দিতে বলা হয়েছে

                          (আবারও বিজ্ঞপ্তি-চোখে আঙ্গুল দাদা বোগলের দূর্গন্ধে জ্ঞান হারিয়েছেন )
এবং সর্বশেষ সংবাদ এমন ছিল যে,আমরা আন্তরিকভাবে দুঃখিত চোখে আঙ্গুল দাদা এই মাত্র মিত্যু বরণ করায়-আমাদের আজকের নাটিকা এখানেই শেষ
 





Previous
Next Post »