জাকির আব্দারের অনুকাব্য পড়ুন।



  (১)
                                                                      
এই জনমে হবে না আর
সুখের স্বপন দেখা-
‘ভাগ্য’ নামের বিধির খাতায়
এটাই বুঝি লেখা!

     (২)
ব্যাথার পাহাড় বুকে ধরে
সুখের কথা বলা-
সমান; কোনো লাশকে নিয়ে
হাজার মাইল চলা। 

   (৩)
    
কিছু ভুল থেকে ফুল ফুটে
আর কিছু ভুল থেকে কাটা-
কখনো কখনো মঙ্গল হয়
ভুল রাস্তায় হাটা।।

(৪)
কেউ যদি না গান লিখিত
না দিত কেউ সূর-
জগত কি আর হইতো এতো
প্রেমেতে ভরপুর? 

(৫)

সত্যে আনে মুক্তি-
মিথ্যে নয় এক রতি।

(৬)

ভালবাসা শুন্য ভবে-
কে বল আর প্রেমের কথা কবে?

(৭)

কিছু কথা বলার ছিল।
হাতটি ধরে,তোমার সাথে
কিছুটা পথ  চলার ছিল।
দুস্টুমীতে;তোমার হাতে
কান দু'খানী মলার ছিল।

(৮)


চোখের জলে ভেসে গেল বুক-
জীবন থেকে মুছে গেল সব সুখ।
অন্তর জ্বালায় জ্বলে-পুড়ে মরি;
এ কেমন অসুখ?
দয়াল,এ কেমন অসুখ?

(৯)

বিরহী  আত্নায় এতটুকু পাই সুখ-
সে শুধু,হেরিলে প্রিয়ের মুখ ।

(১০)
একটু সুখের ছোঁয়া পেতে
হাজার মাইল দূরে যেতে
কে হবেনা রাজী?
মরণ যদি সুখ আনে গো
শান্তি যোগায় এই প্রানে গো
মরব আমি আজই।

(১১)
এটাই চরম সত্যি-
কবিরা বেঁচে থাকতে পাগল
মরে গেলে কিংবদন্তী ।








Previous
Next Post »