বেদনার শ্রাবন বারি(গীতি কবিতা)



বেদনার শ্রাবন বারি
   কথা ও সুর-জাকির আবদার
Image result for বর্ষার ছবি

বেদনার শ্রাবন বারি ঝরে দুই চোখে

কিবা চৈত্র,কিবা বৈশাখে।।



দিনের শুরু হয় রাত্রী ফুরালে,

রাতের শুরু আবার দিনের আলো নিভলে।।

আমার বেদনার হয়না বদল-

দুঃখ আমায় ঘিরে বার মাস থাকে।।



আকাশের বুক হোতে মেঘেরা লুকাল্‌,

আলোকিত চন্দ্রের দেখা মেলে।।

আমার আকাশের মেঘেরা নির্দয়-

সুখের চন্দ্রিমাকে শুধু ঢেকে রাখে।।



বেদনার শ্রাবন বারি ঝরে দুই চোখে

কিবা চৈত্র,কিবা বৈশাখে।।



Previous
Next Post »

1 comments:

Write comments