সময়ের স্রোত......।।

 সময়ের স্রোত
-(জাকির আবদার)




সময়ের স্রোত বয়েই চলে
নেই কভু তার থামা-
যতই বলি,থামরে বাবা

কিম্বা চাচা,মামা।

সেইনা স্রোতে ভেসে যায় মোরা
 এভাবেই যাব ভেসে-
কখনো জীবন চলবে কেঁদে
কখনো যাবে হেঁসে ।

জীবনের পথে আসবে কখনো
বিশাল বাধারা নেমে-
তবুও জীবন চলে যাবে ঠিকই
রইবে না সে থেমে।

কঠিন প্রেমের আবেগ আসবে
জীবনের বাঁকে বাঁকে-
সময়ের মত গতীবেগ তার
রাখা যায়না বেধে।

ভালবাসার সেই আবেগে মোরা
ভেসে যাব নিশ্চয়-
হইতোবা তাতে কেটে যাবে;
কিছু মূল্যবান সময়।

জীবনের এই গতিবেগ শেষে
বার্ধক্য আসে নেমে-
এভাবেই চলে সময়ের স্রোত
থাকেনা কভু থেমে।
             (রচনা কাল-২০০৩ সাল)
Previous
Next Post »