বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একটি সুন্দর কবিতা ।


banlileatareture.blogspot.com
বঙ্গ পিতা
-জাকির আবদার



হে বঙ্গ পিতা!
তুমি দেশের মাথা।
তব নিজ প্রান তুমি

বিলিয়েছো দেশের তরে-
শান্তির নিশান উড়িয়েছো তুমি
বাংলার ঘরে ঘরে ।

বাংলার জমিনে বৃস্টি ধারার মত-
এক নিমিশেই ধুয়ে মুছে  দিলে
পরাজয়ের গ্লানী যত।

তুমিইতো নেতা !
মোদের মুক্তি দাতা।

পাক বাহিনীর কবল থেকে
মুক্ত করেছো মোদের-
আগুন জ্বালিয়ে দিয়েছো মনে
তীব্র প্রতিশোধের।

তুমি বাংগালী জাতির অহঙ্কার-
যতদিন রবে বাংলাদেশ,
তুমিই রবে 'বঙ্গ পিতা'
এই আমদের অঙ্গীকার।
(রচনার সময় কাল-২০০৫)
Previous
Next Post »

1 comments:

Write comments