আমি দিনের ভাগে অর্ধেক পুড়ি

আমি দিনের ভাগে অর্ধেক পুড়ি অর্ধেক পুড়ি রাইতে
প্রেমের মরা হইলাম আমি দেহ মন পোড়াইতে।।

ভালবাসার অগ্নীদাহ হইল আমার অঙ্গে

অন্তরে তার তাপ লাগিল পুড়িল এক সংগে।।
নয়নের সব জল ঢালিয়াও
                  পারিনা নিভাইতে।
প্রেমের মরা হইলাম আমি............।

প্রেমের লাগী হইলাম আমি বাইচা থাকতে লাশ
তার ঘরে লাগেনা দাহ সুখের ঘরে বাস।।
না জানে পুড়িতে শুধু পারে যে পোড়াইতে।
প্রেমের মরা.........।।

জাকিরে কই এমন মরা মইরোনা কেউ ভবে
প্রেম করিলে দশা বন্ধু আমার মতই হইবে।।
প্রেমকে ভবে পাঠাই আল্লাহ
                দোযকের  রুপ দেখাইতে।


Previous
Next Post »