মানুষ কি আর আগের মোতো আছেরে......।।

মানুষ  কি আর আগের মোতো আছেরে?
ভবে,মানুষ  কি আর আগের মোতো আছেরে?
আমার বুকে জমা গোপন ব্যাথা

                 বলব কার কাছেরে?
মানুষ  কি আর আগের মোতো আছেরে?

সবার এখন ব্যাস্ত জীবন
কারো কথা'ই হয়না স্মরণ
দিনে কিম্বা রাতে-
ছুটছে সবাই টাকার পীছে
টাকা ছাড়া সবই মিছে
ভাবছে দুনিয়াতে।।
আত্নারও আত্নীয়টাকে সবাই ভুলে গেছেরে।

মানবতা বিক্রি দিয়ে
স্বার্থপরের মিছিল নিয়ে
ঘুরছে মানুষ পথে-
ভালবাসার মূল্য কি আর
চেস্টা শুধু ভাল থাকার
ভেসে উল্টা শ্রোতে।।
আবেগের ঠাই নাইরে এখন বাস্তবতার কাছেরে।
Previous
Next Post »