একটিবারের জন্য বন্ধ আসিয়া

একটি বারের জন্য  
(জাকির আবদার)
https://www.blogger.com/blogger.g?blogID=2360169070258099266#editor/target=post;postID=3862157505560770927;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=8;src=link 


 একটিবারের জন্য বন্ধ আসিয়া 
যাইয়ো ভালবাসিয়া-
 একটিবারের জন্য বন্ধ আসিয়া।

শেষ বিদায়েও আসো যদি,
মরণ হইব হাসিয়া।।

জীবন দিয়া তোমায় আমি
বাসিয়াছি ভাল-
তোমার আরাধনায় আমার
যোবন যে ফুরাইল।
বসন্তেরই কালে আমি 
কান্দি এ বুক ভাসাইয়া।
শেষ বিদায়েও আসো যদি,
মরণ হবে হাসিয়া।। 

মনের মানুষ হইয়া তুমি
থাকো মনের মাঝে-
এত ব্যাথা দিলা তবু
ভুলতে পারিনা যে।।
বিন্দু বিন্দু রক্তকোনায়
আছো তুমি মিশিয়া।
শেষ বিদায়েও আসো যদি,
মরণ হবে হাসিয়া।। 

প্রেমের মূল্য পাইলামনারে
বন্ধু তোমার কাছে-
ভালবাসা ছাড়া জীবন
কদিন বল বাঁচে?।।
আশায় আশায় রইলাম তোমার
বন্ধু প্রানো রসিয়া।



 
Previous
Next Post »