ধর্মের কল উড়ে বাতাসে

ধর্মের কল উড়ে বাতাসে
ভাবার নাইরে কারন-
সিরাজ সাই কই;

কান্দিস নারে লালন।।

যেই কূলে তার জন্ম হইল
সেই কুলে তার ঠাই না হইল
নদীর জলে ভাইসা আইলো
পাইলো যে গুরুর চরণ।।
সিরাজ সাই কই;
কান্দিস নারে লালন।।

আবার লালন সাই কই
সিরাজ সাই'য়ে
একই মায়ের পুত্র হয়ে
এক-এ ডানে,দই-এ বায়ে
কেমন জাতীর ধরণ?।।
Previous
Next Post »